আগ্রাসন-প্রলোভনে লোকসংস্কৃতি আজ হুমকির মুখে

0

চট্টগ্রাম: আকাশ সংস্কৃতির আগ্রাসন আর প্রলোভনের যুগে আমাদের সংস্কৃতির মূল প্রাণ লোকসংস্কৃতি আজ হুমকির মুখে। আমরা বিদেশের সাথে সংস্কৃতি আদান প্রদানের বিরুদ্ধে নই, কিন্তু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে তা করার পক্ষে। আমাদের মাটিবর্তী মানুষের শত শত বছর ধরে ধারণ করে আসা এই লোকায়ত সংস্কৃতিকে আমাদেরই রক্ষা করতে হবে, কারণ সেইসব চিরায়ত ঐতিহ্য ছাড়া আমাদের সংস্কৃতি, আমাদের অস্তিত্ব চরম সংকটের মুখে পড়বে।

পঞ্চম লোকসংস্কৃতি উ‍ৎসব উপলক্ষে আয়োজিত সমাজ সমীক্ষা সংঘের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আয়োজকেরা। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘জ্বালাও আলো, আপন আলো’ স্লোগানে অনুষ্ঠেয় লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধনী দিন ৫ ফেব্রুয়ারি সকাল নয়টায় ডিসি হিল চত্বরে অনুষ্ঠিত হবে উন্মুক্ত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধন করবেন অধ্যাপক শিল্পী মনসুর উল করিম। বিকাল তিনটায় বর্ণাঢ্য র‌্যালি শহীদ মিনার থেকে শুরু হয়ে ডিসি হিলে এসে শেষ হবে এবং সাড়ে তিনটায় সমাজ সমীক্ষা সংঘের সাংস্কৃতিক দলের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে ফরটিস গ্র“প লোক সংস্কৃতি উৎসব ২০১৬ এর উদ্বোধন। পৌনে চারটায় উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক লোকগবেষক সৈয়দ আজিজুল হক।

সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সার্বিক কর্মসূচি তুলে ধরেন উৎসব কমিটির চেয়ারম্যান আবু তাহের মাসুদ। উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক আহমেদ খসরু, নির্বাহী সভাপতি আমিনুল ইসলাম, লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর জনাব এফ কবির মানিক, উৎসব কমিটির আহ্বায়ক আবুল হাসনাত মো. বেলাল, পরিচালক দেবাশীষ রায়, শিহাব চৌধুরী বিপ্লব, আব্দুল্লাহ হাসান পিকু, নূর নাহার কুমকুম, তাপস রায় প্রমুখ। পরিচালনা করেন উৎসব কমিটির সদস্যসচিব কল্লোল দাশ।

বক্তারা বলেন, সমাজ সমীক্ষা সংঘ তার কাজের ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে লোকসংস্কৃতি উৎসব ২০১৬। এর আগে ২০১০-১৩ পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে চারটি লোকসংস্কৃতি উৎসব আয়োজন করেছি।

সমাপনী দিন (৬ ফেব্র“য়ারি) শনিবার বিকাল তিনটায় অনুষ্ঠানের শুরুতে শিল্পী সৈয়দ মানিক ও তার দলের পরিবেশনায় অনুষ্ঠিত হবে মাইজভাণ্ডারী গান। বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন কবি আবুল মোমেন, ফরটিস গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন। আলোচনা সভা শেষে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করবেন অতিথিরা। বিকাল পাঁচটায় খাগড়াছড়ির ইয়ামুক শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হবে আদিবাসী নৃত্য, নেত্রকোনা থেকে আগত মিলন বয়াতী ও তার দলের পরিবেশনায় কমলা রানির পালা, চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করবেন শিল্পী কল্যাণী ঘোষ, শাহ আব্দুল করিমের গান পরিবেশন করবেন সিলেটের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য আব্দুর রহমান, ধামাইল নৃত্য পরিবেশন করবেন সুনামগঞ্জের লোকদল শিল্পী গোষ্ঠী, বাউল গান পরিবেশন করবেন কুষ্টিয়া থেকে আসা বিশিষ্ট বাউল শিল্পী শফি মণ্ডল। রাত ১০টায় উৎসবের বর্ণিল সমাপনী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.