কর্মী ছাঁটাই করবে ইয়াহু

0

তথ্যপ্রযুক্তি : ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। মঙ্গলবার ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশকালে এ ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে ওয়াল র্স্ট্রীট জার্নাল। ইয়াহু’র প্রধান নির্বাহী মারিসা মেয়ার ব্যয় কমানোর একটি পরিকল্পনা করেছেন। এতে ১৫ শতাংশ অর্থাৎ প্রায় ১৬০০ কর্মী ছাঁটাই অন্তর্ভূক্ত রয়েছে।

বিষয়টির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে জার্নালের প্রতিবেদনে এ কথা বলা হয়। ডিসেম্বরে ইয়াহুতে বিনিয়োগকারী স্প্রিংআউল ৮০ শতাংশেরও বেশি কর্মীবাহিনী ছাঁটাই এবং নির্বাহী প্রধান মেয়ারকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছিল।

অপর বিনিয়োগকারী স্টারবোর্ড বলেছে, গত তিন বছরের প্রচেষ্টা এবং লাখ লাখ ডলার ব্যয় সত্ত্বেও গ্রহণযোগ্য কোনো ফলাফল আসেনি। মুনাফা ব্যাপকভাবে কমে গেছে। তাই গুরুত্বপূর্ণ পরিবর্তন খুবই প্রয়োজন। বিনিয়োগকারীদের এসব দাবির প্রেক্ষিতে ইয়াহু কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত নিলো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.