জঙ্গি সন্দেহে সাতজনকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ

0
আন্তর্জাতিক ডেস্ক, সিটিনিউজবিডিঃ তথাকথিত ইসলামিক স্টেটসহ (আইএস) কয়েকটি জঙ্গি গোষ্ঠির সঙ্গে সম্পর্ক রয়েছে সন্দেহে সাতজনকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্পেনের ভ্যালেন্সিয়া ও অ্যালিকান্তে শহরে এবং স্পেনে উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এই সাতজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা ইরাক ও সিরিয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিষয়ে তারা সাংগঠনিক সহায়তা প্রদান করতো। তারা আরও বলছে, আইএসের পক্ষ থেকে এই গ্রুপের প্রধানকে ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের জন্য নারী সরবরাহ করতে বলা হয়েছিল।
গ্রেফতার সাতজনের মধ্যে চারজন জর্ডান, মরক্কো ও সিরীয় বংশোদ্ভূত স্পেনের নাগরিক। এছাড়া দু’জন সিরিয়া ও মরক্কোর নাগরিক। কর্তৃপক্ষ বাকি একজনের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। স্পেনের পুলিশ বলছে, এই গ্রুপটির বিরুদ্ধে ২০১৪ সালে তারা তদন্ত শুরু করেছিল, যা এখনও চলমান রয়েছে।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.