লতিফের বিরুদ্ধে মানববন্ধনে সংঘর্ষে আহত ৪

0

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় চট্টগ্রামে সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে মারামারিতে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার বেলা দেড়টার দিকে নগরীর সদরঘাট এলাকায় এ ঘটনায় একজন ছুরিকাহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ বলছে, নেতৃত্ব দেয়া নিয়ে আয়োজকদের দুই পক্ষ এই সংঘর্ষে জড়ায়। তবে আয়োজকরা তাদের কর্মসূচিতে হামলার অভিযোগ করেছেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মিজানুর রহমান খান বলেন, বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে সদরঘাট মোড়ে এম এ লতিফের বিরুদ্ধে ওই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। সেখানে মানববন্ধনে নেতৃত্ব দেয়া নিয়ে আয়োজকদের দুই পক্ষের মধ্যে মারামারি হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এতে একজন ছুরিকাহত হয়েছেন। আর তিনজন সামান্য আহত হয়েছেন।’

পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, নেপথ্যে অন্য কিছু আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.