রাউজান নজরুল সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজনদের সম্মাননা

0

নিজস্ব প্রতিবেদক : রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজন সম্মাননা’১৬ ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ৪ ফেব্রুয়ারি পরিষদের সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাউজানের কৃতি সন্তান ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও শিক্ষা ও সমাজ সেবায় লায়ন আলহাজ্ব আবদুস ছালাম, চেয়াম্যান বাবু সুকুমার বড়ুয়া, সংগঠক হিসেবে এস.এম. রফিকুল ইসলাম কে গুণীজন সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ছড়াকার সুকুমার বড়ুয়া তাঁর নিজের কণ্ঠে স্বরচিত ছড়া পাঠ করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন। তিনি তরুন প্রজন্মকে সাহিত্য চর্চায় মনোনিবেশ করার আহব্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমাম গাজ্জালী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিছ, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ছৈয়দ আলমগীর সবুজ, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোঃ রোকন উদ্দীন, রাউজাননিউজ২৪.কম এর সম্পাদক কামরুল ইসলাম বাবু, উপাধ্যক্ষ সরোয়ার কামাল চৌধুরী, অধ্যাপক হাবিব রহমত উল্লাহ, অধ্যাপক বিপুলানন্দ থের, অধ্যাপক সুদর্শন বড়ুয়া।

পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম. মুজিব এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পরিষদের সহ-সভাপতি নেজাম উদ্দীন রানা, পলাশ বড়ুয়া, কামাল উদ্দীন হাবিবী, পরিষদের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দীন, অর্থ সম্পাদক প্রকৌশলী আনোয়ারুল আজিম সিদ্দিকী, সেলিম জাবেদ রানা, সাংগঠনিক সম্পাদক রুবেল বৈদ্য, আয়ুব খাঁন, মোঃ সালাউদ্দীন, মোঃ আমীর হামজা, খুকি আকতার, নাহিদা আকতার, সৈয়দা নাহিয়ান সুলতানা, আইরিন আকতার, কবি কন্যা রঞ্জনা বড়ুয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.