মেরিটাইম সেক্টরকে ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান

0

নিজস্ব প্রতিবেদক : মেরিন ফিশারিজ একাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের সিডিসি দেওয়ার পায়তারা, মেরিন সেক্টরে অনিয়ম-দুর্নীতি ও বিভিন্ন সমস্যার সমাধানে মানববন্ধন কর্মসূচি পালন করেন এক্স-ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন একাডেমীর সদস্যরা।

সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর আগ্রাবাদে দ্বিতীয় দিনের মত এ কর্মসূচি পালন করেন।

এরপর মানববন্ধনে এসব সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।

ছবি- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি
ছবি- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি

জানা গেছে, সরকারি-বেসরকারি মেরিন একাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের সবার চাকরির ব্যবস্থা হয়নি। প্রায় এক হাজার মেরিন ক্যাডেট এখনো বেকার। এই অবস্থায় মেরিন ফিশারিজ একাডেমি থেকে বিএসসি পাশ ক্যাডেটদের সিডিসি দেওয়ার পায়তারা চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, মেরিন ফিশারিজ একাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের সিডিসি দিলে বাংলাদেশি ক্যাডেটদের চাকরি সংকট আরো বাড়বে। পাশাপাশি ফিশারিজ জাহাজে যোগ্য কর্মকর্তার সংকট তৈরি হবে এবং ইউরোপের দেশগুলোতে আবারো কালো তালিকাভুক্ত হবে বাংলাদেশ।

ফলে চাকরি হারাবে কয়েক হাজার ক্যাডেট। তাই মেরিন ফিশারিজ একাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের সিডিসি না দেওয়ার পক্ষে মতামত দিয়েছিল বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.