আইনজীবী সমিতির নির্বাচন চলছে

0

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০১৬ এর ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯টায় শুরু হওয়ায় এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী। মোট ভোটারসংখ্যা ৩ হাজার ৪৫০ জন।

প্যানেলগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগ ও বাম সমর্থিতদের সমমনা আইনজীবী সংসদ।

সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমন্বয় পরিষদের প্রার্থী রতন কুমার রায়, ঐক্য পরিষদের প্রার্থী মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী এবং সমমনার প্রার্থী হুমায়ন কবির।

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা পিপি আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.