আজ আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি সপ্তাহের উদ্বোধন

0

চট্টগ্রাম অফিস : বন্দরনগরীতে ফরাসি সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরার জন্য আলিয়ঁস ফ্রঁসেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফরাসি সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে ফরাসি সপ্তাহের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত থাকবেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জ্য পিয়ের পোঁচে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২২জন শিক্ষকের চিত্রকর্মের এক প্রদশর্নী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

আয়োজক সূত্র জানায়, পাঁচদিন ব্যাপী এ প্রদর্শনী রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা এ আয়োজন উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে ফ্রান্স ও বাংলাদেশের সম্পর্ককে বিভিন্ন লেকচার, প্রদর্শনী, চলচ্চিত্র এবং নৃত্যের মাধ্যমে তুলে ধরা হবে। এছাড়া চবি শিক্ষার্থীদের ফ্রান্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য প্রদান করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.