পটিয়ায় বাস খাদে পড়ে আহত ৪০

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার গৈকড়লারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ৪০জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে ১৯জনের নাম পাওয়া গেছে।

তারা হলেন- মো.সৈয়দুল হক(৪৭), মোজাফফর ইসলাম(৩৫), মো.মুছা(৩৮), আবু নাঈম(৩০), সুমি দাশ(২২), আবুল কালাম(৩৫), চন্দনাইলে দিল নওয়াজ(১০), বূপক বড়ুয়া(৫৫), নয়ন আচার্য(৩৬), পিঙ্কল শর্মা(২৮), খালেদা বেগম(২৫), গুরা মিয়া(৫০), চেমন আরা খাতুন(৫০), সুজন(২৪), কমল শীল(৩০), পুলিশ দাশ(৪৫), সজল কান্তি পাল(৫০), মোস্তাফিজুর (৪৫), লাইলা বেগম (৬০)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহিম জানান, বাসটি সাতকানিয়া থেকে চট্টগ্রামে যাওয়ার পথে পটিয়া উপজেলার নাইখাইন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দূর্ঘনাকবলিত গাড়ীটি উদ্ধার করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.