ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু চার নেতা পরিষদের দোয়া মাহফিল

0

চট্টগ্রাম : বাংলাদেশের বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য স্বামী ড. ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে গত ১৬ ফেব্র“য়ারী বিকাল ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপরিষদ ও সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা জননেতা ইসহাক মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈমউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার রেজাউল করিম বুলবুল, মোঃ ফরিদুল আলম, শাহ আলম, নাজমূল হুদা, বোরহান উদ্দিন, শাখাওয়াত হোসেন, মোঃ আলফাজ, মোঃ ইমতিয়াজ, মোঃ ইসহাক, প্রবীর মজুমদার প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ড. ওয়াজেদ মিয়া শুধু বাংলাদেশে নয় বিশ্ব পরিমন্ডলের পরমানু বিজ্ঞানী হিসেবে অবদান রেখে গেছেন। বাংলাদেশে পরমানু কেন্দ্র প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা রেখে গেছেন। এছাড়াও তারই সুযোগ্য স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক ও রাষ্ট্রের বিভিন্ন কর্মকান্ডে নিরবে নিবৃত্তে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ প্রদান করে গেছেন। আজকের এই দিনে ড. ওয়াজেদ মিয়া শূন্য আমরা সকলে অনুভব করি। সভা শেষে পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.