নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের গাড়ি খাদে, আহত ১৪

0

সিটিনিউজবিডি : নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় পিকনিকের গাড়ি উল্টে ২ শিক্ষক, অভিভাবকসহ ১৪ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কাজী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হল- নিহান (১০), রাসেল (১০), তারেক (৮), ইতি (১২), সুমা আক্তার (১৬), আরজু আক্তার (১৯), মো. রিয়াদ (১০), স্মৃতি আক্তার (১০), সানজিদা (১০), প্রেমা আক্তার (১০), ইসরাত জাহান (১০), নিশা বেগম (১০), শোভা আক্তার (৭) ও সুমি আক্তার (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জাহাজমারা মডেল একাডেমি (কিন্ডারগার্টেন)’এর প্লে থেকে ৩য় শ্রেণির ৪০জন ছাত্র/ছাত্রী নিয়ে উপজেলার ওসখালী এলাকার কমলাদীঘির উদ্দেশ্যে রওনা হয় একটি জিপ। পথে কাজী বাজার এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ২ শিক্ষক, অভিভাবকসহ ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ইকবাল আনসারী জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.