শিশু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি

0

চট্রগ্রাম : শিশু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি। শুক্রবার প্রেসক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

গত বুধবার হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটেকি গ্রামের ৪ শিশুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, কবি আশীষ সেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, সম্পাদক এসকেন্দার আলী, অলক চৌধুরী, বন বিহারী চক্রবর্ত্তী, প্রকৌশলী ইমতিয়াজ উদ্দিন, শিক্ষিকা সালমা জাহান মিলি ও আসিফ ফরহাদ প্রমুখ।

এতে বক্তারা বলেন, শিশু হত্যা বন্ধ হচ্ছে না। প্রতিনিয়ত দেশের কোন না কোন প্রান্তে এ নির্মম হত্যাযজ্ঞ সংগঠিত হচ্ছে। শিশুদের বাসযোগ্য পৃথিবী আজ ভয়ংকর হয়ে উঠছে। পারিবারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধের বলি হচ্ছে নিষ্পাপ শিশুরা। একের পর এক শিশু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত না হওয়ায় এ ঘৃণ্য অপরাধ বন্ধ হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

বক্তারা বলেন, এক সমীক্ষণে দেখা গেছে দেশে গত ১৩ মাসে ৩২১ জন শিশুকে হত্যা করা হয়েছে। এমনকি ২০১৬ সালের জানুয়ারিতেও হত্যা করা হয় ২৯ জনকে। শুধু হত্যাকাণ্ড নয়, অপহরণ, গুম আর পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে এ দেশের হাজারো শিশু। প্রশাসন অনেকটা নিষ্ক্রিয় বলে অপরাধীরা এসব ঘটাতে সাহস পাচ্ছে।

অবিলম্বে সম্প্রতি সংগঠিত ৪ শিশু হত্যাসহ সকল শিশু হত্যাকারী ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানান বক্তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.