মোবাইল ব্যাংকিং-রিচার্জ ১০০০ টাকার বেশি নয়

মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং-রিচার্জ হাজার টাকার বেশি করা যাবে না এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা এরই মধ্যে মোবাইল ব্যাংকিং অপারেটর ও মোবাইল ফোন রিচার্জ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান (গভর্নর সচিবালয়) বলেন, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসে গ্রাহক পর্যায়ে ক্যাশ আউট ও ক্যাশ ইন এবং এজেন্ট ও মার্চেন্ট পেমেন্ট পর্যায়ে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। এ ছাড়া কেউ এক হাজার টাকার বেশি মোবাইলে রিচার্জ করতে পারবেন না।

এ বিভাগের আরও খবর

Comments are closed.