এইচপি’র কোর-আইথ্রি ব্রান্ড পিসি

0

তথ্যপ্রযুক্তি : এইচপি ‘প্রো ডেস্ক ৪০০ জি৩ এমটি’ মডেলের ব্রান্ড পিসি পাওয়া যাচ্ছে দেশের বাজারে।

ইন্টেল কোর আইথ্রি ৬১০০ মডেলের ষষ্ঠ প্রজন্মের কোর-আইথ্রি প্রসেসর যুক্ত পিসিটির পরিবেশক স্মার্ট টেকনোলজিস।

অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে এইচপি’র এই মডেলে রয়েছে ইন্টেল এইচ ১১০ চিপসেট, ৪ জিবি ডিডিআরফোর র‌্যাম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, এইচডি ৫৩০ মডেলের গ্রাফিক্স কার্ড, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস, এইচপি ইউএসবি কীবোর্ড, ইন্টার্নাল স্পীকার।

এর এলইডি মনিটরের সাইজ ১৮.৫ ইঞ্চি।

তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ পিসিটির বাজার মূল্য ৪০ হাজার টাকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.