আজ ৩৬ জেলায় ব্যাংক খোলা থাকবে

0

অর্থবাণিজ্য : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রয়োজনে আজ শনিবার দেশের ৩৬ জেলায় সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় এ কথা জানানো হয়। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংককে একটি চিঠি দেওয়া হয়েছিল।

এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন হচ্ছে এমন ৩৬টি জেলায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইউএনবি আরো জানায়, শনিবার ব্যাংকে সাপ্তাহিক ছুটির দিন। তাই এই দিনটিতে দায়িত্ব পালনের জন্য ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ প্রথম পর্যায়ে ৭৩৯টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, আপিল দাখিল ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ ও প্রতীক বরাদ্ধ ৩ মার্চ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.