সীতাকুন্ডে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত, ধাওয়া ও পাল্টা ধাওয়া 

0

কামরুল ইসলাম দুলু :  সীতাকুণ্ডে আওয়ামীলীগের একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে গিয়ে বাঁশবাড়িয়া ও পৌরসদরে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। এসময় ১জন গুলিবিদ্ধসহ আহত হযেছে ১০জন। স্থানীয় সূত্রে জানাযায় দুপুরে বাঁশবাড়িয়া ও কোট্টবাজারে আওয়ামীলীগ কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানায় এসময় মোঃ ইউছুপ(৪৫) নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড হাসপাতালে পরে চমেক হাসপাতালে প্রেরন করে। তার পায়ে ও পেটে গুলি লেগেছে। তার আবস্থা আংশংখাজনক বলে জানা গেছে। এদিকে ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল এর স্থান ছিল পৌরসভায়। সকাল থেকে ইসলাম গ্রুপ আর রায়হান গ্রুপের কমীরা জড়ো হতে থাকে সদরে। বেলা ১১টার দিকে ২গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে সাইফুল ইসলাম নামের এক দলীয় কর্মী ।

সীতাকুণ্ড ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ কাউন্সিলরদের ভোটে একক প্রার্থী চূড়ান্ত করেছে প্রায় । কিন্তু এখনও আনুষ্ঠানিক ভাবে জানায়নি আওয়ামীলীগ নেতৃবৃন্দ। স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ থেকে প্রাপ্ত খবরে জানা যায়- ১নং সৈয়দপুরে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী,২নং বারৈয়াঢালায় বর্তমান চেয়ারম্যান রায়হান উদ্দিন রায়হান,৪নং মুরাদপুরে জাহেদ নিজামী বাবু,৫নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী,৬নং বাঁশবাড়িয়ায় বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর,৭নং কুমিরায় মুরশেদুল আলম চৌধুরী,৮নং সোনাইছড়িতে মুনির আহম্মদ,৯নং ভাটিয়ারীতে নাজিম উদ্দিন,১০নং ছলিমপুরে বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী মনোনীত হয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.