জিন্নুরাইন কনভেনশন সেন্টারকে চউক’র জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার জিন্নুরাইন কনভেনশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।

বুধবার নগরীর প্রবর্তক মোড় থেকে দুই নম্বর গেট পর্যন্ত সড়কের পাশের ভবনগুলোতে অভিযান চালানো হয়। বহুতল ভবনের নিচতলায় পার্কিংয়ের জন্যে নির্ধারিত জায়গার বিকল্প ব্যবহার, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহার, নকশা বহির্ভূত স্থাপনা, নির্দিষ্ট আকারের ভবনের জন্য নির্ধারিত খালি জায়গায় অবৈধ স্থাপনা ইত্যাদি সরাতেই এ অভিযান চালানো হয়েছে।

খিন ওয়ান নু জানান, অনুমোদিত নকশার ব্যতিক্রম ব্যবহারের জন্যে আমরা জিন্নুরাইন কনভেনশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া বেশ কিছু খ্যাতনামা ডেভেলপারের বহুতল ভবনকে ১৫ দিনের মধ্যে নকশা বহির্ভূত অংশ সরিয়ে নেওয়ার, আবাসিক ভবন থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে বলা হয়েছে। এর মধ্যে তারা নিজ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে চউক বিশেষ অভিযান পরিচালনা করবে। এর বাইরে বেশ কিছু ভবনমালিক বহুতল ভবনের নকশা অনুমোদনের স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাদের তিন কার্যদিবসের মধ্যে কাগজপত্র প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.