জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

ভবন বরাদ্দ সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগের ৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক জরুরি বিভাগীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিভাগীয় সভাপতি অধ্যাপক মো. শরীফ উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভাগের সব শিক্ষকই পদত্যাগ করার বিষয়ে একমত হয়েছেন। শুক্রবার আমরা সবাই পদত্যাগপত্র জমা দেব।
এদিকে গতকাল রাতে এক সিন্ডিকেট সভায় ভূতত্ত্ব ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের ৩য় তলা পরিবেশ  বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেয়া হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক হানিফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবন বরাদ্দ নিয়ে আগেই জটিলতা ছিল। এখন বিষয়টি আরো জটিল হলো। উল্লেখ্য, প্রায় এক মাস ধরে পরিবেশ বিজ্ঞান বিভাগের ভবন না থাকায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এক মাস ক্লাস-পরীক্ষাও হয়নি তাদের।
এ অবস্থায় গতকাল রাতে এক জরুরি সিন্ডিকেটে তাদের ভবন বরাদ্দ দেওয়া হয়। এক মাস আন্দোলনের পর ভবন বরাদ্দ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
এ বিভাগের আরও খবর

Comments are closed.