নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থরা এখনো পর্যন্ত অর্থ সহায়তা পায়নি

নেপালে ভয়াবহ ভূমিকম্পের পরপরই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অর্থ সহায়তার আশ্বাস থাকলেও তা এখনো পৌঁছায়নি। দেশটির সরকার বলছে, ভূমিকম্পের এক সপ্তাহ পরেও বিদেশি দাতাদের প্রতিশ্রুত কোনো অর্থ তারা পায়নি। অর্থমন্ত্রী রাম শরণ মাহাত বিবিসিকে বলেছেন, তারা হেলিকপ্টার আর ত্রাণ পেয়েছেন, কিন্তু টাকা নয়। এখন জরুরি ভিত্তিতে আশ্রয় সরঞ্জাম আর অর্থপেডিক চিকিত্সক দরকার বলে তারা বলছেন।

ভূমিকম্পের পর থেকে দেশটিতে একহাজারের বেশি ইউরোপিয় নাগরিক নিখোঁজ রয়েছে। তাদের অবস্থা সম্পর্কে পরিষ্কার কোন ধারণা না থাকলেও, তারা নিরাপদ রয়েছে বলেই কর্তৃপক্ষ আশা করছে। তারা নেপালে পর্যটক হিসাবে এসেছিলেন, যাদের বেশিরভাগই ভূমিকম্পের উত্পত্তিস্থলের কাছাকাছি হিমালযয় অঞ্চলে ট্রেকিং করছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.