ভারতে নারী হয়রানির মামলায় মন্ত্রীর ছেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতে নারী হয়রানির মামলায় অন্ধ্রপ্রদেশের সমাজকল্যাণমন্ত্রী রাভিলা কিশোরের ছেলেকে রোববার আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার হায়দ্রাবাদের এক পুলিশ স্টেশনে মন্ত্রীর ছেলে সুশীল রাভেলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় এক নারী। ওই দিন তিনি হায়দ্রাবাদ শহরের বানজারা হিলে নিজ বাড়িতে ফিরছিলেন। আপ্পো রাও রোডে আসার পর সুশীলের গাড়িটি তার গাড়িকে ধাওয়া করতে শুরু করে। মন্ত্রীর ছেলে তার সঙ্গে নানারকম অশোভন আচরণও করে।  এক পর্যায়ে সে ওই নারীকে তার গাড়িতে তুলে নেয়ারও চেষ্টা করেছিল। তখন তার হাতের উল্কি দেখেই তার নাম জানতে পারেন অভিযোগকারী ওই নারী। সুশীলের সঙ্গে তার চালক থাকলেও গাড়িটি সুশীলই চালাচ্ছিল। যদিও তারা দুজনেই ছিলেন মাতাল।

এ ঘটনায় বৃহস্পতিবার স্থানীয় থানায় অভিযোগ করেন ওই নারী। তিনি দেশের নির্ভয়া অ্যাক্ট নামে প্রচলিত নারী নির্যাতন মামলায় সুশীলের বিরুদ্ধে মামলাও দায়ের করারও চেষ্টা চালান। কিন্তু পুলিশ কেবল সুশীলের ড্রাইভারের বিরুদ্ধে মামলা নেয়। রোববার সকালে নিজের আইনজীবীকে নিয়ে থানায় যান সুশীল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে আটক করে। সোমবার তাকে মেজিস্ট্রেটের আদালতে তোলার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.