আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস `World press freedom day’। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশেষ গুরুত্বের সাথে এই দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে তথ্য মন্ত্রণালয় রাজধানীর সার্কিট হাউস সড়কে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে ও ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) সিরডাপ মিলনায়তনে পৃথক আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নিজ নিজ আয়োজনে বিভিন্ন মিলনায়তনে পৃথক আলোচনা সভা, মানব বন্ধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্থ ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই মুলত দিবসটি পালন করা হয়।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩রা মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালিত হয়ে আসছে। এ দিনে সারা বিশ্বে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতায় বাধা-বিপত্তি, সাংবাদিকদের ওপর আক্রমণ, হত্যা, নির্যাতনসহ গণমাধ্যমের সাফল্য ব্যর্থতার চিত্র সবই উঠে আসে আলোচনায়। দিবসটিতে প্রতিপাদ্য করা হয় ‘সমাজ পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা, ‘উজ্জল ভবিষ্যতের জন্য গণমাধ্যমের স্বাধীনতা’, একুশ শতকের গণমাধ্যম: নতুন ক্ষেত্র নতুন অন্তরায় – এভাবে বিভিন্ন নাম দিয়ে । এ বছর মুক্ত গণমাধ্যম দিবস ২২ বছরে পা দিল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.