কবি নির্মলেন্দু গুণ স্বাধীনতা পদক পাচ্ছেন

নিজস্ব প্রতিনিধি : কবি নির্মলেন্দু গুণ স্বাধীনতা পদক পাচ্ছেন। এ বছর রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পদক না পেয়ে ক্ষুব্ধ কবি ফেসবুকে ‘আমাকে স্বাধীনতা পদক দেননি কেন?’ শিরোনামে স্ট্যাটাস দিয়েছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ফেইসবুকের স্ট্যাটাস  পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরেও আসে। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ স্বাধীনতা পদক  বিভাগকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপর রবিবার নির্মলেন্দু গুণকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করে আদেশ জারি করা হয়েছে।

গত ৭ মার্চ ২০১৬ সালের স্বাধীনতা পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে সরকা্র। এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রমাণিক, মরহুম বিজ্ঞানী মাকসুদুল আলম, সংঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশি নৌবাহিনী স্বাধীনতা পদক পাচ্ছেন। এখন ২০১৬ সালে স্বাধীনতা পদক পাওয়া ব্যক্তির সংখ্যা হল ১৫ জন।

আগামী ২৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী এ পুরস্কার তুলে দেবেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.