শিক্ষক-কর্মচারীদের অষ্টম পে-স্কেলের ভিত্তিতে বেতন প্রদানের দাবি

ঢাকা প্রতিবেদক :   শিক্ষক-কর্মচারীদের অষ্টম পে-স্কেলের ভিত্তিতে সরকার ঘোষিত ১ জুলাই ২০১৫ থেকে এমপিওভুক্ত বেতন প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাকবিশিস আয়োজিত সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। সমাবেশে সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক এম এ বারী বলেন, ‘সরকার শিক্ষক-কর্মচারীদের অষ্টম পে-স্কেলের ভিত্তিতে বেতন প্রদানের বিষয় নিয়ে টালবাহানা করছে। ২০১৫-১৬ অর্থবছর থেকে শিক্ষকদের জন্য অষ্টম পে-স্কেল বাস্তবায়ন করার কথা থাকলেও সরকার এখন পর্যন্ত এটি বাস্তবায়ন করেনি বা বাস্তবায়নের বিষয়ে তারা আমাদের কোনো ধরনের সময় বা তারিখ জানায়নি।

তিনি বলেন, ‘অবিলম্বে আমাদের দাবি মানা না হলে সারা দেশের শিক্ষকদের নিয়ে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। প্রয়োজনে পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকব।সমাবেশে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু বকর চৌধুরী, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. আজিজুর রমহান, কেন্দ্রীয় সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.