ওয়াজ মাহফিলের বক্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

হাটহাজারী প্রতিনিধি : ওয়াজ মাহফিলে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের দক্ষিন মেখল এলাকায় সুন্নি ও ওহাবী মতাদর্শের সমর্থকদের মধ্যে ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টা থেকে প্রায় দুই ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে। পুলিশ এসে সংঘর্ষ থামালেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মেখল ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘দক্ষিন মেখলে “ফওজিয়া সম্মেলন সংস্থা” নামে একটি সংগঠন ওয়াজ মাহফিলের আয়োজন করে। রাত ১০টার দিকে মাহফিলে দেয়া এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সম্মেলনের আয়োজক ওহাবী সমর্থকদের সাথে বিরোধে জড়ায় স্থানীয় সুন্নি মতাদর্শের সমর্থকরা।’

তিনি আরো বলেন, ‘এসময় দু’পক্ষে ইটপাটকেল ছোড়াছুড়িসহ ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। পরে হাটহাজারী থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমরা এলাকায় অবস্থান করছি। এ ঘটনা যাতে আর বাড়তে না পারে তা নিয়ে আমরা সজাগ আছি।’
এদিকে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের এএসপি মসিউদৌলাহ রেজা বলেন, ‘ওয়াজ মাহফিলে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। সংঘর্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.