মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মা-মেয়েকে নৃশংসভাবে খুনের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু রায়হান ওরফে আরজু মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম কারাগারে তার মৃত্যু হয়।কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে রায়হানের মৃত্যু হয় সে বিষয়ে কিছুই জানা যায় নি।

২০১৪ সালের ২৪ মার্চ সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে যমুনা নামে একটি ভবনের চতুর্থ তলায় সিএন্ডএফ ব্যবসায়ী মো. রেজাউল করিমের স্ত্রী রেজিয়া বেগম (৫০) এবং তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সায়মা নাজনীন নিশাতকে (১৬) পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় মো. রেজাউল করিম বাদি হয়ে আবু রায়হান এবং তার বন্ধু ভাড়াটে খুনি শহীদকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে ওই বছরের ২৬ মার্চ ভোরে রায়হানকে ঢাকার আরামবাগে একটি হোটেল থেকে এবং শহীদকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার মাস্টার লেন থেকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

গত বছরের ১ অক্টোবর এ ঘটনায় আদালত আবু রায়হান এবং শহীদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.