মিরপুর টেস্টে বিশাল টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

ঢাকা: মিরপুর টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৫৫০ রান। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই। বাংলাদেশ কি পারবে সেই অসাধ্য কাজটি করতে? নাকি হারবে বড় রানের ব্যবধানে। সবই নির্ভর করছে ব্যাটসম্যানদের উপর। চতুর্থ ইনিংসে ইতোমধ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ২০ রান। তামিম ১৪ ও ইমরুল ৬ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ৬ উইকেটে ১৯৫ রান করার পরই ইনিংস ঘোষণা করে মিসবাহ শিবির। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৮ উইকেটে ৫৫৭ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে করে সবকটি উইকেট হারিয়ে ২০৩ রান। সব মিলিয়ে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ পিছিয়ে ৪৪৯ রানে। হাতে সময় আছে এখনও দুই দিন ও আজকের প্রায় ২০ ওভার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.