তনু হত্যার প্রতিবাদে মিরসরাইয়ে মানববন্ধন

চট্টগ্রাম অফিস : তনু হত্যার প্রতিবাদে ও খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা।

রোববার মিরসরাই সদরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার পাঁচশতাধিক মানুষ অংশ নেন।

মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিনের উপস্থাপনায় ও নির্বাহী সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক পৌরসভা মেয়র এম শাহজাহান, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, মিরসরাই পৌরসভার কাউন্সিলর জহির উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখার অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, মানবাধিকার কমিশন জোরারগঞ্জ ইউনিয়নের সহসভাপতি মো. জাবেদ, মিঠানালা ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিলন, শিক্ষার্থী শ্রাবন্তী চৌধুরী প্রমুখ।

বক্তরা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার মাসে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এভাবে তনু ধর্ষণের পর হত্যাকান্ডের শিকার হবে সেটা মেনে নেওয়া যায় না। আমরা তনুসহ সকল হত্যাকান্ডের বিচার চাই। মহান মুক্তিযুদ্ধের ৪৫ বছর পরও নারী নিশৃংসতার শিকার হচ্ছে প্রতিনিয়ত। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই তনুর মতো আর কোন নারীকে যাতে এভাবে অকালে প্রাণ দিতে না হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.