দাঁতব্যথা কমানোর ঘরোয়া উপায়

লাইফস্টাইল : তীব্র ব্যথাগুলোর মধ্যে দাঁতব্যথা একটি। বেশি ব্যথা হলে তো চিকিৎসকের কাছে যেতেই হবে। তবে এর আগে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চললে দাঁতব্যথা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।

এক গবেষণায় বলা হয়, মেন্থলের পাতা দাঁতব্যথা সারাতে বেশ কার্যকর। মেন্থলের তেলও এ ক্ষেত্রে ভালো কাজ করে। যখন দাঁতব্যথা করবে, দুই-চারটি মেন্থলের পাতা চিবান। চিবানোর সময় পাতাকে বারবার আক্রান্ত স্থানে আনুন। ১০ মিনিট পর গরম লবণ পানি দিয়ে কুলি করুন।

দাঁতব্যথা দূর করার অন্যতম ঘরোয়া উপাদান লবঙ্গ। এর মধ্যে থাকা ইউজেনল চমৎকারভাবে ব্যথা উপশমে কাজ করে। দাঁতব্যথার সময় কয়েকটি লবঙ্গ চিবাতে পারেন। এ ছাড়া লবঙ্গ গুঁড়া করে আক্রান্ত স্থানে লাগাতে পারেন। এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁতের ব্যথা প্রতিরোধ করবে।

বাঁধাকপি মাড়ি ও দাঁতের বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। একটি ছোট পাতা রোল করুন। আক্রান্ত স্থানে রাখুন। কিছুক্ষণ পর ব্যথা কমে যাবে। আদার খোসা ছাড়িয়ে চিবাতে থাকুন এবং আক্রান্ত জায়গায় আদা দিয়ে ঢাকুন। এতে ব্যথা কমে যাবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.