রাত পোহালেই ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন

কামরুল ইসলাম দুলু : প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্ন। রাত পোহালেই আগামীকাল সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে।

গতকাল রাত ১২ টায় দীর্ঘ দিনের প্রচার-প্রচারণা শেষ হয়। আগামীকাল ৩১ শে মার্চ অনুষ্ঠিত বহু প্রতিক্ষীত এ স্থানীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মিরশ্বরাই, সীতাকুন্ড এবং সন্দ্বীপ থানায়। উক্ত নির্বাচনকে ঘিরে তিন থানার তৃর্ণমূলের রাজনীতি বেশ সক্রিয় হয়ে উঠে।

দলীয় প্রতীকে নির্বাচনের ফলে ভোটারদের মাঝে রয়েছে শংকা, ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে তিন থানায় বহু সহিংসতার ঘটনা ঘটেছে। হয়েছে আহত নিহতও। পোষ্টার, ব্যানার ছেড়াঁ,প্রার্থী বাড়িতে হামলার ঘটনাসহ সব মিলিয়ে এক অন্যরকম আশংখা বিরাজ করছে সর্বত্র। ভোটাদের মূখে একটায় কথা কি হবে কাল !

গতকাল প্রচারণার শেষ দিন এবং আজও অনেক জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে । সীতাকুন্ডের ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে পোষ্টার ছেড়াঁকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানাযায়, এতে উভয় পক্ষের ৭/৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.