আগামী দিনের সংবাদ প্রচারে মাধ্যম অনলাইনই

রাজশাহী প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেন, ‘একটি বিষয় পরিষ্কার যে অনলাইন ও ২৪ ঘণ্টা সংবাদ প্রচার মাধ্যমই আগামী দিনের সংবাদ মাধ্যম।’

উদাহরণ দিয়ে তিনি বলে বলেন, ‘মাত্র সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবেই পত্রিকাটি কাগজের প্রচার বন্ধ করে দিয়েছে ইংল্যান্ডের ইন্ডিপেনডেন্ট পত্রিকার। এখন পত্রিকাটি অনলাইনে প্রচারিত হচ্ছে।’

শনিবার দুপুরে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইনের অনলাইন সঙ্করণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘অনলাইন মাধ্যমটি আমার নিজের কাছেও গবেষণা ও আগ্রহের কেন্দ্রবিন্দুর জায়গা। এ আগ্রহের সূচনা রাজনৈতিক কারণেই।’

তিনি বলেন, ‘সাংবাদিকদের কাজ সব দলের রাজনৈতিক, বর্তমান বা প্রাক্তন রাজনীতিকের খবর। খবরের গুরুত্ব বিবেচনা করে সমানভাবে প্রকাশ করা। আমার মনে হয় এটা করার জন্য সৎ সাহসের প্রয়োজন। সাংবাদিক হিসেবে সৎ সাহসের জায়গাটি যতো কষ্টই হোক ধরে রাখতে হবে।’

সানশাইনের এ অগ্রযাত্রায় উপস্থিত ছিলেন, সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল, ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, মহা-ব্যবস্থাপক নূরুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, যুগ্ম বার্তা সম্পাদক বদরুল হাসান লিটন, চিফ রিপোর্টার ও বাংলামেইল২৪ডটকম রাজশাহীর করেসপন্ডেন্ট ইলিয়াস আরাফাত, স্টাফ রিপোর্টার ওয়াহিদুজ্জামান, সিনিয়র ফটো সাংবাদিক আজাহার আলী, ফটো সাংবাদিক সামাদ খান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.