সৌদি অর্থনীতিতে তেলের মূল্য হ্রাস হলেও প্রভাব পড়বে না – প্রিন্স মোহাম্মদ

মোরশেদ রানা :  সৌদিআরব তেল-পরবর্তী সময়ের জন্য ২ট্রিলিয়ন ডলারের মেগা-ফান্ড গঠনের পরিকল্পনা করছে। গত বৃহস্পতি বার ৩১ মার্চ ২০১৬ ইং ব্লুমবার্গ-কে দেয়া ৫ ঘন্টার এক সাক্ষাতকারে এ তথ্য জানান সৌদি ডেপুটি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান আল সউদ।প্রিন্স মোহাম্মদ বলেন,তেলের উপর থেকে অর্থনৈতিক নির্ভরশীলতা কমিয়ে আনতে এই পরিকল্পনা নেয়া হচ্ছে। তবে বিশ্ববাজারে তেলের মূল্য হ্রাস হওয়ায় সৌদি অর্থনীতিতে তার কোন প্রভাব পড়ছে না বলেও জানান প্রিন্স মুহাম্মাদ বিন সালমান।বরং অর্থনৈতিক সংস্কার এর মাধ্যমে সম্ভাব্য তেল সংকট মোকাবেলায় তার দেশ প্রস্তুত আছে বলে জানান প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.