আগ্রাবাদ সেন্টমার্টিন হোটেল থেকে তিন প্রতারক গ্রেপ্তার

চট্টগ্রাম :  চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সেন্টমার্টিন হোটেলের একটি রুম থেকে স্বর্ণের কয়েন, ডলার ও মাল্টিপল ভিসা দেয়ার নাম করে মানুষের সাথে প্রতারণা করে আসা এমন তিন প্রতারককে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ রোববার গভীর রাতে ।  তারা হলেন, হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার শিমুল ধর (৪৫), কর্ণফুলী থানার আইয়ূব (৪৫) ও বোয়ালখালীর অমিত দাশ (২৪)।

ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ খান বলেন, ‘নগরীর বিভিন্ন মানুষজনের কাছ থেকে স্বর্ণের কয়েন বিক্রির মাধ্যমে প্রতারণা, জাল ডলার বিক্রি ও মাল্টিপল ভিসা দেয়ার নাম করে প্রতারণা করে আসছিল এই তিনজন। তারা এরকম প্রতারণার মাধ্যমে পাঁচ ভূক্তিভোগীর কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সেই রকম কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে হোটেল সেন্টমার্টিন থেকে তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.