গোলার আঘাতে ৮ শিশু নিহত -লিবিয়া

 দ্বিতীয় বৃহত্তম নগরী লিবিয়ার বেনগাজির আবাসিক এলাকায় চলতি সপ্তাহে গোলার আঘাতে অন্তত ৮ শিশু নিহত হয়েছে।
এ ধরনের ঘটনাকে যুদ্ধাপরাধের শামিল বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ।
খবর এএফপি’র।
লিবিয়ায় ইউএনএসএমআইএল মিশন এর ওয়েবসাইটে এক বিবৃতিতে এই শিশু মৃত্যুর কথা জানিয়েছে। তবে কখন ও কোথায় এই শিশুরা নিহত হয়েছে অথবা কারা এই ভয়াবহ হামলা চালিয়েছে সে সম্পর্কে সংস্থাটি নিশ্চিত করে কিছু জানায়নি। ‘কঠোর ভাষায়’ ঘটনাটির সমালোচনা করেছে জাতিসংঘের এই সংস্থাটি।
ত্রিপোলির দক্ষিণে ঘারিয়ান এবং রাজধানীর পশ্চিমে অবস্থিত জাউইয়াসহ বেশ কয়েকটি নগরীর আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
শুক্রবার রাতে ইউএনএসএমআইএল’র এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের দূত ‘বার্নারডিনো লিওন অত্যন্ত কঠোর ভাষায় চলতি সপ্তাহে বেনগাজির বিভিন্ন আবাসিক এলাকা দুই দফায় চালানো এই গোলা হামলায় অন্তত ৮ শিশু হত্যা ও অপর চার শিশুর আহতের ঘটনার নিন্দা জানিয়েছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘ইউএনএসএমআইএল সকল পক্ষকে সতর্ক করছে যে আন্তর্জাতিক মানবতা সংক্রান্ত আইনে বেসামরিক মানুষের ওপর বিরুদ্ধে হামলা নিষিদ্ধ এবং এটা যুদ্ধাপরাদের শামিল হতে পারে।’
লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার তাদের ফেসবুকের পেজে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বেনগাজির আবাসিক এলাকাগুলোতে গোলার আঘাতে এক ব্যক্তি ও  সাত শিশু নিহত হয়েছে।
এ বিভাগের আরও খবর

Comments are closed.