মধুবন কে ২ লক্ষ টাকা জরিমানা

সিটিনিউজবিডি  :  চট্টগ্রাম  র‌্যাব -৭গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ‘মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাঃ প্রাঃ লিঃ’ মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহার অযোগ্য কেমিক্যাল রং ও প্রিজারভেটিভ এর ব্যবহার করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট ও রুটি উৎপাদন করে বিক্রয় করছে।গোপন সংবাদের ভিত্তিতে ৫ এপ্রিল রাতে প্রায় ২ঘন্টা পর্যন্ত এএসপি আমিররুল্লাহ এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুললাহ আল মনসুর এর সহায়তায় মোবাইল কোর্ট অভিযান করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর ৪২, ৪৩ এবং ৫০ ধারা মোতাবেক ‘মধুবন কে ২ লাখটাকা জরিমানা করে । মধুবনের ম্যানেজার আবু তাহের, পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং-বিলছড়ি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে জরিমানা পরিশোধ করার নিদের্শ দেন।

আদায়কৃত জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে। র‌্যাবে মিডিয়া ম্যানেজার আমিরুল্লাহ সংবাদ মাধ্যমকে বিয়ষটি বুধবার সকালে প্রেসবার্তায়এবং মঙ্গল বার রাতে মোবাইলে ম্যাসেসের জানিয়েছেন ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.