কক্সবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভা

কক্সবাজার প্রতিনিধি :   কক্সবাজার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেছেন, ডায়াবেটিস বর্তমান বিশ্বে অন্যতম ব্যাধি। প্রতি বছর বিশ্বে এ রোগে আক্রান্ত হয়ে ২৭ লাখ মানুষ মারা যায়। এছাড়া অন্যান্য রোগে মারা যাচ্ছে ১০ লাখ মানুষ। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবাই আরো সচেতন হতে হবে।
৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার হল রুমে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কক্সবাজার সিভিল সার্জন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, উপযুক্ত খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম, শরীরের ওজননিয়ন্ত্রণ, ধুমপান বর্জন, ওষুধ খাওয়া সহ একটু সতর্ক হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব। উচাপ্রু মার মার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃসরওয়ার মাহবুব, বক্ষ ব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডাঃ আরিফুর রহমান, সদর এমও ডিসি ডাঃ রঞ্জন বড়ুয়া ও মুক্তির প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র সরকার, কক্সবাজার নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ করুনা বেপারী, ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশের প্রজেক্ট অফিসার(স্বাস্থ্য)মাঈনুল ইসলাম, পিএইচডি প্রতিনিধি জহিরুল ইসলাম, ইপসা প্রতিনিধি, মোঃহারুন, এসিএফ প্রতিনিধি মোতাহের হোসেন, এফডিএসআর প্রতিনিধি মোঃঈসা, এফবিএবি প্রতিনিধি মোঃইকবাল ও ব্রাক প্রতিনিধি অজিত নন্দী।
সকাল ৯টায় “সুশৃঙ্খল জীবন যাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন” এ প্রতিপাদ্যকে ধারণকরে জেলা প্রশাসন কার্যালয় থেকে ঘোড়ার গাড়ি, বাদক দলসহ একটি বর্নাঢ্য র‌্যালী বক্ষ ব্যাধি হাসপাতালে গিয়ে শেষ হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.