বিদেশীদের গ্রীনকার্ড দেওয়ার পক্ষে মত প্রকাশ সৌদির গবেষক

মোরশেদ রানা : সৌদিআরব স্থানীয় একটি দৈনিক পত্রিকা কে দেশটির বিশিষ্ট চিন্তাবিদ,গবেষক আবুল আইউনেন সাক্ষাৎকারে বলেন, বিদেশীদের গ্রীনকার্ড দেওয়ার যে পরিকল্পনা প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সউদ করেছেন তা কে সকলের সাগত জানানো উচিত।

জনাব,আইউনেন বলেন,আমি মনে করি বিদেশিরা স্থায়ী ভাবে থাকার সুযোগ পেলে সৌদিতে বিনিয়োগ করবে।
অনেক বিদেশি বর্তমানে এদেশে ব্যবসা বাণিজ্য করে যা স্পন্সর এর(কফিল)উপর নির্ভরশীল। তাই গ্রীনকার্ড পেলে বিদেশিদের বিনিয়োগ অনেক বেডেযাবে।

আবুল আইউনেন আরো বলেন,ঐ সকল বিদেশিদের গ্রীনকার্ড দেওয়া যায়,যারা দীর্ঘ দিন যাবৎ সৌদিআরব অবস্থান করেছেন কিন্তু কোন রকম রাষ্ট্র বিরোধী, গুরুতর অপরাধী কাজে লিপ্ত হয়নি।এবং যারা নিজ পরিবারের সদস্য কে সৌদি আর্মিতে সেচ্চায় চাকরী করতে আগ্রহী। তাছাডা,সৌদিআরবে জন্মগ্রহন করেছেন এমন বিদেশিদের। ইউরোপের বিভিন্ন সংস্থা এখানে জন্মসুত্রে নাগরিকত্ব না দেয়ার বিরোধীতা বা প্রতিবাদ করে আসতেছে বহু দিন থেকে তাদেরও মূখবন্ধ হয়ে যাবে।

তিনি আরো জানায়,প্রতি বছর বিদেশিরা ১০০ বিলিয়নের বেশী সৌদি রিয়াল নিজ নিজ দেশে প্রেরণ করে, স্থায়িভাবে থাকার সুযোগ পেলে তা বহু অংশে কমে আসবে,যা সৌদিআরবের রাজস্ব আয়ের সাথে যোগ হবে।

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ২০২০সালের মধ্যে সৌদিআরবের অর্থনিতি নিয়ে পরিকল্পনা সফল বা বাস্তবায়িত হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.