পিএসজি লিগ ওয়ানের শিরোপা

ফ্রান্সের লিগ ওয়ানের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। টুর্নামেন্টের এক ম্যাচ বাকি থাকতেই তারা ২-১ গোলে মন্টপেলিয়েরকে হারিয়ে শিরোপা উৎসব করেছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রতিযোগিতার ট্রফি ঘরে তুলেছে তারা।

ইনজুরির জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি টপ স্কোরার ইব্রাহিমোভিচ। আর নিষেধাজ্ঞার জন্য মাঠে অনুপস্থিত ছিলেন থিয়াগো মোতা ও মার্কো ভেরাট্রি। তারপরও জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। ঠিকই শিরোপা উৎসব করেছে তারা।

খেলার ১৭ মিনিটে পিএসজিকে এগিয়ে দিয়েছেন মাটুইডি। আর ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন লাভেজ্জি। যদিও ৪০ মিনিটে একটি গোল পরিশোধ করেছিল মন্টপেলিয়ের। তবে পিএসজির জয়ের পথে কোনো বাধা তৈরি করতে পারেনি তারা। উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে গোল হলেও পরের অর্ধে জালে বল পাঠাতে পারেনি কোনো পক্ষ। তাই এই ব্যবধানে জিতেই ট্রফি জয়ের আনন্দে ভেসেছে পিএসজি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.