কথিত পীরের যৌন কেলেঙ্কারির দায়ে জেল ও জরিমানা

কুমিল্লা প্রতিনিধি :   কুমিল্লার মেঘনা উপজেলায় এক কথিত পীরের যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়ায় তাকে ৭ মাসের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে নারীদের যৌন হয়রানির করা হয়েছে এলাকাবাসীর এমন অভিযোগে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে কথিত পীর আবদুস সাত্তারকে (৯০) রোববার গ্রেফতার করে পুলিশ।

পরে আজ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার সুমি ছয় মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কথিত পীরের কামনার শিকার হয়েছে অনেক নারী। রোববার রাত আটটার দিকে এলাকাবাসী কথিত পীরের যৌন হয়রনির একটি ভিডিও ক্লিপসহ থানায় অভিযোগ করেন। পুলিশ ওই দিন রাতেই তাকে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সিকদার জানান, আবদুস সাত্তার দীর্ঘদিন ধরেই নারীদের যৌন হয়রনি করে আসছে। তার একটি ভিডিও ক্লিপও পুলিশের হাতে রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার সুমি বলেন, আবদুস সাত্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের জেল ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল দেয়া হয়েছে। তার বিরুদ্ধে মহিলাদের যৌন হয়রনির অভিযোগ রয়েছে, যা ভিডিও ক্লিপে রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.