গরমে চুলের যত্ন করবেন যেভাবে

লাইফস্টাইল : অতিরিক্ত রোদে চুলের রুক্ষ হয়ে যাওয়া, অন্যদিকে প্যাচপ্যাচে ঘামের চোটে ময়লা জমে চুলের দফারফা। গরম কালের চুলের এই সমস্যাগুলো স্বাভাবিক একটি বিষয়। তাই এই সময় প্রয়োজন চুলের প্রতি একটু আরো অতিরিক্ত যত্ন নেওয়ার। আসুন এই গরমে চুলের যত্ন নেবেন কী ভাবে আমরা জেনে নেই :

ধোয়া: গরমে অনেকেই রোজ শ্যাম্পু করেন। এতে মাথার ত্বকের আর্দ্রতা কমে যায়। চেষ্টা করুন বেশি ঘন ঘন শ্যাম্পু না করতে। প্রয়োজনে হোমমেড শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

কন্ডিশনার: যখনই শ্যাম্পু করবেন অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। সিডার ভিনিগার জলে মিশিয়ে বা নারকেল তেল অথবা শিয়া বাটার কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন।

হিট: এই সময় এমনিতেই চুলে প্রচুর রোদ লাগে। তাই আয়রন, স্ট্রেটনার, ব্লো ড্রাই থেকে দূরে থাকুন।

সল্ট স্প্রে: এক চা চামচ নুন ও এক চা চামচ নারকেল তেল জলে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। এই স্প্রে চুল সতেজ রাখবে।

মাথা ঢেকে রাখুন: রোদে যখনই বেরোবেন সব সময় কোনও স্কার্ফ মাথায় জড়িয়ে নিন। অথবা বড় হ্যাট পরে নিতে পারেন। এতে চুল যেমন রক্ষা পাবে, মুখও অনেকটা ঢাকা থাকবে।

বেঁধে রাখুন: এই সময় চুল খুলে রাখলে আরও বেশি গরম লাগবে, ঘামে চুল নষ্ট হবে। চুল হালকা করে, আরামদায়ক ভাবে বেঁধে রাখুন।

ইউ ভি শ্যাম্পু: রোদের হাত থেকে চুল রক্ষা করতে ইউভি প্রোটেকশন যুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।

হট অয়েল: শ্যাম্পু করার পর নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে চুলের ডগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিন। চুল ধুয়ে কন্ডিশনার লাগান।

চিরুনি: এই সময় হেয়ার ব্রাশের বদলে মোটা দাঁড়ার চিরুনি ব্যবহার করুন। এতে জট ছাড়ানো সহজ হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.