ওসি ও দুই এসআই’র বিরুদ্ধে মামলা করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা

সিলেট প্রতিনিধি :   সিলেট কোতোয়ালী থানার ওসি ও দুই এসআই’র বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। সোমবার মূখ্য মহানগর হাকিম আদালতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনজুরুল ইসলাম মজনু মামলাটি (সিআর-৪৩৬/১৬) দায়ের করেন। মামলার বিবাদীরা হলেন- সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ, সেকেন্ড অফিসার এসআই ফায়াজ আহমদ ও লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল কাদিরসহ অজ্ঞাত আরো ৫-৭ জন। মামলার বাদি মনজুরুল ইসলাম মজনু নগরীর রায়নগর রাজবাড়ি বসুন্ধরা-৪৭নং বাসার আবদুল ওয়াহিদের ছেলে। মামলার অভিযোগে বাদি উল্লেখ করেন- তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুয়ারপার লালাদিঘীরপাড়ে দলীয় সভা থেকে তিনি বাসায় ফিরছিলেন। তার সাথে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কর্মী স্বপন দেব, জুনেদ, জাহেদুল ও সাজ্জাদসহ কয়েকজন নেতাকর্মী। লালাদিঘীর পূর্বপাড়ে পৌঁছামাত্র ওসি সুহেল ও তার সাথে থাকা অন্য পুলিশ সদস্যরা স্বপন দেবকে আটক করলে সে নিজেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মী পরিচয় দেয়। তখন ওসি সুহেল স্বপনের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে পুলিশ সদস্যরা মিলে স্বপনকে মারধর করেন। এতে রক্তাক্ত জখম হন স্বপন। এসময় স্বপনকে ছাড়িয়ে আনতে গেলে স্বেচ্ছাসেবক লীগের অন্য নেতাকর্মীদেরও মারধর করেন ওসি সুহেল ও তার সাথে থাকা পুলিশ সদস্যরা। বাদিপক্ষের আইনজীবী গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল জানান, মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো অভিযোগ আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের জন্য অতিরিক্ত মূখ্য মহানগর হাকিমকে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, লালাদিঘীরপাড়ে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক লীগের কোন মারধরের ঘটনা ঘটেনি। স্বেচ্ছাসেবক লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.