বিকেলে ভারতের বাণিজ্য সচিব আসছেন ঢাকায়

 দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ভারতের বাণিজ্যসচিব রাজীব খের রবিবার বিকেলে ঢাকায় আসছেন।

সন্ধ্যা ৬টায় রাজধানীর প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

বাংলাদেশের পক্ষে ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়।

এর আগে ২০১২ সালের ২৮ ও ২৯ এপ্রিল তারিখে ভারতের নয়াদিল্লিতে দুদেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

আলোচনায় যা থাকছে

সূত্র জানায়, বৈঠকে দুই দেশের বাণিজ্য চুক্তি নবায়ন, ভারত কর্তৃক স্পর্শকাতর চিহ্নিত

২২৫টি পণ্যের তালিকা প্রত্যাহার ওবাংলাদেশের তৈরি পোশাকের ওপর আরোপিত সিভিডি তুলে নেয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

এছাড়া, বাংলাদেশের বিএসটিআই এর দেয়া টেস্ট সার্টিফিকেট ভারতের স্বীকৃতি, বাংলাদেশের তৈরি পাটের ব্যাগ রফতানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা দূরীকরণ, সীমান্তহাট, স্থলবন্দরসমূহের উন্নয়ন, খাগড়াছড়ি জেলার সীমান্তে ফেনী নদীর উপর সেতু নির্মাণের বিষয়টিও আলোচনায় থাকছে।

সূত্র আরও জানায়, ভারত থেকে পণ্য আমদানিতে অস্থায়ী বাধাগুলো দূর করা, বাংলাদেশে সে দেশের কমলা ও দুগ্ধজাতীয় পণ্যের শুল্কমুক্ত প্রবেশ ওনতুন আন্তর্জাতিক পাট গ্রুপ প্রতিষ্ঠা নিয়েও দু’পক্ষে আলোচনা হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.