টেকনাফে ১৭কোটি ৪০লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

জসিম উদ্দিন টিপু, টেকনাফ :  টেকনাফে ২বিজিবির জওয়ানেরা অভিযান চালিয়ে সর্ববৃহৎ ইয়াবার চালান উদ্ধার করেছে। ১৩এপ্রিল ভোর রাত দেড়টার দিকে খুরের মুখ চেকপোষ্ট এলাকাস্থ সমুদ্র তীরবর্তী বাহারছড়া ঘাটে অভিযান চালিয়ে ১৭কোটি ৪০লক্ষ টাকা মূল্যের ৫লক্ষ ৮০হাজার পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। তবে উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিজিবির ইতিহাসে একক সর্বোচ্চ ইয়াবা আটকের ঘটনা।

স্থানীয় সুত্র জানায়, গেল ইউপি নির্বাচনের পর সীমান্তের ইয়াবা কারবারীরা নতুন ভাবে মাথাচড়া দিয়ে উঠছে। পাচারে জড়িত ইয়াবা কারবারীরা সিন্ডিকেট করে প্রতিনিয়ত বড় বড় ইয়াবার চালান চোরাইপথে নিয়ে আসছে। প্রতিদিন সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আশংকাজনকহারে ইয়াবা অনুপ্রবেশ করছে। বিজিবির ইতিহাসে সর্বোচ্চ ইয়াবার চালান উদ্ধার করায় স্থানীয় সচেতন মহল সুদক্ষ অধিনায়ক আবুজার আল জাহিদকে সাধুবাদ জানানোর পাশাপাশি “ইয়াবা বিরোধী অভিযান” আবারও জোরদার করতে দৃঢ় হস্তক্ষেপ কামনা করেছেন।

২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.