সীতাকুন্ডে জনতার হাতে হরিণ আটক

কামরুল ইসলাম দুলু : সীতাকুন্ড ছোটকুমিরা এলাকায় জনতা আটক করেছে বনের হরিণ।

স্থানীয় সূত্রে জানাযায় আজ সকাল ৭টার সময় গুলআহমদ জুট এলাকায় একটি হরিণ মহাসড়কের পাশ দিয়ে হাটছে। এসময় স্থানীয়রা তাকে ধরার জন্য দৌঁড়ালে হরিণটি ছোটকুমিরা নুরিয়া মাদ্রাসা রোড হয়ে গ্রামে ঢুকে যায়। এসময় হরিণটি মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে ঢুকে পরে। মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম জানায় সকালে হরিণটি স্কুল ক্যাম্পাসে ঢুকে পড়লে বাকপ্রতিবন্ধি এক যুবক হরিণটিকে ধরে আটক করে। এর পর আমি দারোয়ান দিয়ে একটি কক্ষে হরিণটিকেে আটকে রেখে স্থানীয় বনবিভাগে খবর দিই।

এদিকে স্থানীয় আবু তাহের মেম্বার জানায় কুমিরা উপকূলীয় অঞ্চলে সাবেক মেয়র মঞ্জুরুর আলম এর শিপইয়ার্ড এইচ এম ষ্টীলেও আরও একটি হরিণ ধরা পরেছে।

স্কুল ছাত্র-ছাত্রীরা স্কুলের গেইটে আটককৃত হরিণটি একনজর দেখার জন্য ভিড় জমাতে দেখা গেছে ।

কুমিরা বনবিভাগের কর্মকর্তারা জানান কুমিরা এলাকায় আটককৃত হরিণ ২টিকে অবমুক্ত করার জন্য ইতিমধ্যে আমাদের লোক ঘটনাস্থলে পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হরিন দুটি আটক ছিল জনতার হাতে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.