জলাবদ্ধতা নিরসনে চায়না গ্রুপের সাথে চসিকের স্বাক্ষর

চট্টগ্রাম :  চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন ও বন্যা নিয়ন্ত্রন বিষয়ে প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে ১৮ এপ্রিল ২০১৬ খ্রি. সোমবার, বিকেলে চায়নার পাওয়ার চায়না ইন্টারন্যাশনা গ্রুপ লি. এর সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে MOU স্বাক্ষরিত হয়েছে। MOU স্বাক্ষর অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। MOU তে পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লি. এর পক্ষে এক্সিকিউটিভি ভাইস প্রেসিডেন্ট Liu Gangquiang, ভাইস প্রেসিডেন্ট He Changlin এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশরেশনের পক্ষে সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ স্বাক্ষর করেন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, স্থায়ী কমিটিসমূহের সভাপতি, চায়না কোম্পানীর স্থানীয় প্রতিনিধি গ্রীন ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভলপমেন্ট লি. এর চেয়ারম্যান মো. নাজমুল হক, এবং ব্যাবস্থাপনা পরিচালক রানা খান, মেয়রের একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর ক্লিন ও গ্রীন সিটির ভিশন সহ জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ বান্ধব আধুুনিক স্মার্ট সিটি গড়ে তোলার প্রত্যয়ে এ উদ্যোগ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.