সিএনজি যোগে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

চট্টগ্রাম :  পূর্বে গঠিত ছিনতাইকারী ঘটনার সূত্রধরে ডিবি’র বোম্ব ডিসপোজাল টিম  আজ ১৮ এপ্রিল সকাল অনুমান ১০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ডিজেল কলোনী এলাকা থেকে ১) মোঃ জাহাঙ্গীর আলম @ সেলিম (৩৬), পিতা- মৃত জামাল উদ্দিন, মাতা- রেহানা বেগম, সাং- পূর্ব নাসিরাবাদ, পলিটেকনিক্যাল, সুন্দরী বাড়ী, থানা- খুলশী, চট্টগ্রাম বর্তমানে বিজিএমইএ সংলগ্ন ডিজেল কলোনী, আনোয়ার ড্রাইভারের ভাড়াটিয়া, থানা- খুলশী, চট্টগ্রাম ও ২) মোঃ রিয়াজ (২৫), পিতা- মৃত ইসু ড্রাইভার, মাতা- সানোয়ারা বেগম, সাং- দন্তাল বাইয়ান, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ব্ল্যাক বেরী মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা তাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং উক্ত ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে ঘটনার বিস্তারিত বিবরণ দেয় এবং তাদের সহযোগীদের নাম ঠিকানা প্রকাশ করে। তারা দুজনে পেশায় ড্রাইভার। জাহাঙ্গীর দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরে বদলী ড্রাইভার হিসেবে সিএনজি অটোরিক্সা চালিয়ে আসছিল। সে শুধুমাত্র রাতে গাড়ী চালায়। তারা সুযোগ বুঝে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় রিক্সা যাত্রীদের টার্গেট করে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি অটোরিক্সা খুলশী থানাধীন বাগগোনা এলাকার ইসমাইলের গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। আসামীরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় তারা রেজিস্ট্রেশন বিহীন সিএনজি যোগে ছিনতাই করে থাকে এবং ইতিপূর্বে তারা একাধিক বার উল্লেখিত কাজের জন্য হাজতবাস করেছে মর্মে স্বীকার করেছে।

উল্লেখ্য গত ১১-০৩-২০১৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ১১.৪৫ ঘটিকার সময় পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজের পার্শ্ববর্তী পপুলার ডায়াগনিষ্টিক সেন্টারের সামনে রাস্তার উপর যুগ্ম মহানগর দায়রা জজ, ৭ম আদালত, চট্টগ্রাম এর বিচারক বেগম সালমা খাতুন সঙ্গীসহ রিক্সাযোগে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিক্সা যোগে অজ্ঞাতনামা ব্যক্তিরা পিছনে থেকে এসে ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। ব্যাগের মধ্যে নগদ টাকা, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন কাগজপত্র রক্ষিত ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে পাঁচলাইশ থানার মামলা নং- ১৪, তারিখ- ১২-০৩-২০১৬ খ্রিঃ, ধারা- ৩৯২ দঃবিঃ রুজু হয়। মামলার ঘটনাটি চাঞ্চল্যকর হিসেবে বিবেচিত হওয়ায় মাননীয় পুলিশ কমিশনার জনাব ইকবাল বাহার, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে ডিসি (ডিবি) মোঃ মোকতার হোসেন এর সার্বিক তত্বাবধানে ডিবি’র এসআই/ সন্তোষ কুমার চাকমা, পিপিএম এর নেতৃত্বে এসআই/ রাজেশ বড়ুয়া, এসআই/ মোঃ আফতাব হোসেন, এএসআই/ আজমীর শরীফ, এএসআই/ আজহারুল ইসলামদের সমন্বয়ে তাদের আটক করে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.