প্রধানমন্ত্রীর অভিমুখে নার্সদের পদযাত্রা বুধবারে

ঢাকা : প্রধানমন্ত্রীর কার্যালয় পদযাত্রা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত নার্সরা। বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি পালন করবেন তারা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেয় বেকার নার্সদের সংগঠন নার্সেস ঐক্য পরিষদ।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল নার্সদের। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় এ কর্মসূচি স্থগিত করে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে তারা। এদিকে, দাবি আদায়ে বেকার নার্সদের দুটি সংগঠনের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি ঘোষণা করে আজ মানববন্ধন কর্মসূচি পালন করছে দেশের সরকারি নার্সরা। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নার্সেস ঐক্য পরিষদের ব্যানারে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করছে তারা।

উল্লেখ্য, ২৮ মার্চ পিএসসি ৩ হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বেকার নার্সরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.