খাগড়াছড়িতে চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

শ্যামল রুদ্র, রামগড় :  খাগড়াছড়ির রামগড় উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এলাকার প্রান্তিক শ্রেণীর কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে গত বৃহস্পতিবার (২১এপ্রিল)  । এ সব সামগ্রীর মধ্যে প্রত্যেক কৃষক পেয়েছেন ইউরিয়া সার ২০কেজি, এমপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি ,ধান বীজ ১০ কেজি এবং সেচ সুবিধা ও আগাছা পরিস্কারের জন্য প্রত্যেককে ৮০০টাকা হারে প্রদান করা হয়েছে। এলাকার ১০০ গরীব কৃষক এ সুবিধা পেয়েছেন।

উপকরণ প্রদান অনুষ্ঠানে রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে উপকরণ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন। খাগড়াছড়ি জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক আবুল কাসেম কৃষকদের হাতে কলমে কৃষি উপকরণ ব্যবহারের নিয়ম বুঝিয়ে দেন। এ অনূষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের, ওসি মো. মাইন উদ্দিন, পিআইও মো. রিয়াদ হোসেন, মৎস্য কর্মকর্তা মো. হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মান্নান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.