শাহজালাল বিমানবন্দরে অবৈধ ওষুধ, স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ ও স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দারা।

সোমবার সকাল ৬টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা অতিক্রম করার সময় তালেব আলী নামের ওই যাত্রীর ব্যাগ তল্লাশি  করে গোয়েন্দারা। এ সময় তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ ক্যান্সার ও ব্যথা উপশমের ওষুধ এবং একশ ৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের মহা পরিচালক ড. মঈনুল খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, তালেব আলী নামের ওই যাত্রীর পাসপোর্ট নম্বর বিই ০৭৮৭৫৬৫। তিনি বিজি০৮৭ নম্বর ফ্লাইটে আসছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণার পূর্বধলায়।

তালেব আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান শুল্ক অধিদপ্তরের ওই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.