মিরসরাই উপজেলা চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ, বিক্ষোভ সমাবেশ

মিরসরাই প্রতিনিধি :  মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার সময় আদালতে জামিন আবেদন করলে চট্টগ্রাম মহানগর দায়রা জর্জ এসএম নুরুল হুদা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। তার বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও গাড়ি ভাংচুরের ১৯ টি মামলা রয়েছে। এরমধ্যে ৮ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে।

এদিকে নুরুল আমিন চেয়ারম্যানকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিএনপির চট্টগ্রাম কার্যালয় নাসিমন ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাহ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম।

এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, মোহাম্মদ মুসা মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল হাসেম, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, সাবেক যুগ্ম সম্পাদক মহি উদ্দিন, মাসুকুল আলম সোহান, নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক কামরান সরওয়ার্দী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন, কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদল সভাপতি শাহ মোঃ ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে মিরসরাই উপজেলা চেয়ারম্যানও বিএনপি নেতা নুরুল আমিনের মুক্তি দাবী করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.