জব্বরের বলীখেলায় এবার শামসু বলী চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর চট্টগ্রামে ঐতিহ্যবাহী লালদীঘি ময়দানে অনুষ্ঠিত জব্বারের বলীখেলায় এবছর বিজয়ী হয়েছেন টেকনাফের শামসু বলী। ১২ বারের চ্যাম্পিয়ন রামুর দিদার বলী লালদীঘির বলী খেলার মঞ্চে যদি টেকনাফের নবাগত শামসু বলীকে মাঠিতে ফেলে দেন। শামসু বলীও ছাড় দিতে রাজি নয়। ঠিক পরক্ষণেই চেপে ধরে দিদার বলীকে পরাস্ত করার আপ্রাণ চেষ্টা করেন।

আজ (২৫ এপ্রিল) সোমবার লালদীঘি মাঠে শুরু হয় বলী খেলা প্রতিযোগিতা। হাজার হাজার দর্শকের করতালিতে প্রায় ২৯ মিনিট ধরে চলে দুই বলীর লড়াই।

ততক্ষণে রেফারি ও কুস্তি প্রতিযোগিতার কমিটি ঘোষণা দেন কেউ কাকে যদি হারাতে না পারে তাহলে ফেয়ার কুস্তিগিরিকেই এবার চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এরপর মঞ্চ থেকে নেমে ম্যাচ রেফারী আব্দুল মালেক প্রধান অতিথি আ জ ম নাছিরের সাথে আলাপ করে টেকনাফের শামসু বলীকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

এর মধ্য দিয়েই ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৭ তম আসরের চ্যাম্পিয়নের মুকুট নিজ মাথায় তুলেন শামসু বলী। পাশাপাশি নিজের শ্রেষ্ঠত্বের মুকুট বিসর্জন দিতে হয়েছে দিদার বলীকে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.